এই গরমে ভ্রমণে
ODD বাংলা ডেস্ক: এই গরমে ভ্রমণে আগ্রহ অনেকেরই বেশি। ভ্রমণের জন্য সবার কিছু আলাদা পছন্দের জায়গা আছে। প্রতিটি জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা আলাদা এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু ভ্রমণে আপনার ত্বকের যত্নের বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিতেই হবে। সে প্রস্তুতি নেওয়ার বিষয়ে অনেকের খামখেয়ালি থাকেই। রইলো কিছু পরামর্শ:
সানস্ক্রিন বাদ দেবেন না
গরমে অন্তত সানস্ক্রিনটা নিতে ভুলবেন না। পাহাড় কিংবা সমুদ্র, যেখানেই যান না কেন, সানস্ক্রিন রাখবেন মাস্ট।
শুরু থেকেই প্রস্তুতি নিন
ভ্রমণের সময় ত্বকের যত্নের কিছু প্রস্তুতি ব্যাগে গুছিয়ে রাখতে হবে। সঙ্গে প্রয়োজনীয় তুলা, টিস্যু, ফেসপ্যাক, ক্রিম এগুলো আগে থেকেই গুছিয়ে রাখুন। কোন জায়গার আবহাওয়া কেমন সে বিষয়ে একটু খোঁজ নিন। তাহলে পণ্য বাছাইয়ে সুবিধা হবে।
হোটেলের স্কিনকেয়ার পণ্য নয়
অনেক হোটেলে আগে থেকেই কিছু স্কিনকেয়ার পণ্য দেয়া থাকে। বাড়তি সুবিধা বিবেচনা করে অনেকেই তা ব্যবহার করেন এবং নিজস্ব কোনো পণ্য নেন না। এমনটা করবেন না। সবসময় নিজের ত্বকের সঙ্গে মানানসই পণ্য নেবেন। আপনি তো আর জানেন না হোটেলের পণ্য আপনার ত্বকের সঙ্গে মানানসই কি-না। অনেকের ত্বকে কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য বেশ মানায়। কিন্তু হোটেলের সব পণ্য আপনার জন্য ভালো নাও হতে পারে।
সবসময় হাইড্রেটেড থাকুন
সবসময় প্রচুর পরিমাণে জল পান করুন। ভ্রমণের সময় নানা কারণ দেখিয়ে আমরা জল পান করি না। কিন্তু সঙ্গে সবসময় জল রাখুন।
Post a Comment