এখনই শেষ হচ্ছে না গরমের ছুটি! নবান্নে বড় ঘোষণা মমতার


ODD বাংলা ডেস্ক: এখনও শেষ হচ্ছে না গরমের ছুটি! আরও ১০ দিন রাজ্যের স্কুলগুলিতে বাড়ানো হল গরমের ছুটির মেয়াদ। আজ বুধবার দীর্ঘ বৈঠক শেষে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। আগামী কয়েকদিন গরম এবং তাপপ্রবাহ থাকবে বলে ইতিমধ্যে সতর্ক করেছে মৌসম ভবন। ফলে সরকারি এবং বেসরকারি স্কুল আগামী ১০ দিন বন্ধ থাকবে। নয়া সিদ্ধান্ত অনুযায়ী সরকারি এবং বেসরকারি স্কুল আগামী ১৫ জুন খুলবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্কুলগুলিতে গত ২ রা মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল।প্রাথমিক স্কুলগুলিতে ৭ জুন খোলা হবে বলে জানানো হয়। যদিও আজ বুধবার সেই দিন বাতিল করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরও ১০ দিন ছুটি বাড়ানোর কথা বলেন। তবে স্কুলের ছুটি বাড়ানো নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.