ডিভোর্স পেতে আর ৬মাসের অপেক্ষা নয়, কিন্তু থাকবে এই শর্ত, এল নয়া সুপ্রিম নির্দেশ

ODD বাংলা ডেস্ক: বিশেষ ক্ষেত্রে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ছয় মাসের বাধ্যতামূলক অপেক্ষার মেয়াদ বাতিল করা যেতে পারে৷ কিন্তু, অবশ্যই থাকবে বিশেষ কিছু শর্তাবলি৷ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নতুন নির্দেশে জানাল সুপ্রিম কোর্ট৷ কিন্তু, কী সেই শর্ত? বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, এএস ওকা, বিক্রম নাথ এবং জে কে মহেশ্বরীর সমন্বয়ে গঠিত একটি সংবিধান বেঞ্চ জানিয়েছে, "আমরা এক্ষেত্রে, বিশেষ কিছু পরিস্থিতি বা কারণকে নির্বাচন করেছি৷ একমাত্র যে সমস্ত ক্ষেত্রে কোনও বৈবাহিক সম্পর্কে অপূরণীয় ভাঙনের পরিস্থিতি তৈরি হবে, সেখানেই এই বিশেষ নিয়ম প্রযোজ্য হবে।" এছাড়া, ভারসাম্য বজায় রাখা, রক্ষণাবেক্ষণ, ভরণপোষণ এবং শিশুদের অধিকারের বিষয়ে বিশেষ ভাবনচিন্তা করা হয়েছে।সোমবার সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট ক্ষমতার বিশেষ প্রয়োগ করে রায় দিল, ডিভোর্সের মামলায় যেখানে সম্পর্কের উন্নতি হওয়া একেবারেই আর সম্ভব নয় সেক্ষেত্রে তাৎক্ষণিক বিবাহ বিচ্ছেদ হতে পারে।এক্ষেত্রে, বিবাহ আইন অনুযায়ী প্রথমে ফ্যামিলি কোর্টে আবেদন করার পরে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.