চার্লসের রাজ্যাভিষেকে থাকছে ৩ মুকুট, প্রতিটির রয়েছে আলাদা অর্থ
ODD বাংলা ডেস্ক: রাজা চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানে একটি নয়, সব মিলিয়ে তিনটি মুকুট থাকছে। জেনে নিন, কোনটি পরবেন কে। আর কোন মুকুটের কী মানে।
সেন্ট এডওয়ার্ডস ক্রাউন
১৬৬১ সালে বানানো এই মুকুট। খাঁটি সোনার কাঠামোয় তৈরি এটি। এটিই অনুষ্ঠানের প্রধান মুকুট। এই সেন্ট এডওয়ার্ড ক্রাউনে রয়েছে রুবি, অ্যামেথিসটস, স্যাফায়ার, টোপাজ, গার্নেট-সহ আরও বহু রত্নের সজ্জা। এর ওজন সব মিলিয়ে প্রায় ২ কেজি। এটি পরেই চার্লসকে সারতে হবে প্রধান অনুষ্ঠানের কাজকর্ম।
ইমপেরিয়্যাল স্টেট ক্রাউন
এরপরই থাকছে ইমপেরিয়্যাল স্টেট ক্রাউন। সেন্ট এডওয়ার্ড স্যাফায়ার রয়েছে এই মুকুটের একেবারে মাথায়। আরো রয়েছে ব্ল্যাক প্রিন্স রুবি। এই ইমপেরিয়্যাল স্টেট ক্রাউনে সব মিনিয়ে ২৮৬৮ খানা হীরা রয়েছে। এছাড়াও আছে ১৭টি স্যাফায়ার। এছাড়া কালিয়ান ২ খণ্ড।
কুইন মেরি’স ক্রাউন
এছাড়াও রয়েছে কুইন মেরি’স ক্রাউন। রানি ক্যামিলা এই মুকুটটি পরবেন। এতে রয়েছে তিনটি কালিয়ান হীরা। এবং ২২০০টি সাধারণ হীরা।
সব মিনিয়ে এই তিনটি মুকুট ব্যবহার হচ্ছে রাজা চার্লসের রাজ্যাভিষেকে। তবে কোনটি কতক্ষণের জন্য পরতে হবে, তা এখনো পরিষ্কার নয়।
Post a Comment