ফুলদানিতে দীর্ঘ দিন ফুল সতেজ রাখবেন কীভাবে

 


ODD বাংলা ডেস্ক: অনেকেই ফুল দিয়ে ঘর সাজাতে ভালবাসেন। ঘরের জানালার পাশে কিংবা টেবিলের উপর ফুলদানিতে তাজা ফুল রাখলে ঘরের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। আবার ফুলের গন্ধে সারা বাড়ি সুগন্ধে ভরেও ওঠে। ‌এতে ঘরের পরিবেশ বদলানোর পাশাপাশি মনও ভালো থাকে।


কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টাটকা ফুল কিনে আনার দুই দিনের মধ্যেই শুকিয়ে যায়। ফুল তাজা রাখতে সহজ কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-


১. ফুলদানি যেন পরিষ্কার থাকে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তাই সে দিকে অবশ্যই নজর দিন।


২. কখনই ফুলের কাণ্ড বেশি ছোটো করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে ফুল দীর্ঘ দিন তাজা থাকবে।


৩. ফুলের মধ্যে মাঝেমাঝে একটু জল স্প্রে করে নিন। এতে ফুলগুলো তরতাজা থাকব্


৪. ফুলদানির জলের মধ্য়ে অল্প করে লবণ দিন।  এতে অনেক দিন ফুল ভালো থাকবে।


৫. ফুলের কাণ্ডের যে অংশটা ফুলদানির জলে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। তা হলে ফুল তাড়াতাড়ি পচে যাবে। তাই সে দিকে অবশ্যই নজর দিন।


৬. ফুল দীর্ঘদিন তাজা রাখতে, দুই চামচ অ্যাপেল সিডার ভিনেগার, দুই চামচ চিনি এবং আধা চা চামচ ব্লিচ একসঙ্গে মিশিয়ে ফুলদানিতে ঢেলে দিন। তারপর ফুলদানিতে ফুলগুলি রাখুন। এতে অনেক দিন পর্যন্ত ফুল তাজা থাকবে।


৭. অন্তত দু'দিন পর পর ফুলদানির জল পাল্টে ফেলুন। তা না হলে ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে।


৮. ফুলের কুঁড়ি দেখে কিনুন। একেবারে ফোটা ফুল ফুলদানিতে রাখলে এমনিতেই তা বেশি দিন তাজা থাকবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.