ফুল সতেজ রাখতে
ODD বাংলা ডেস্ক: ফুল দিয়ে ঘর সাজানোর শখ নেই এমন মানুষ পাওয়া কঠিন। কিন্তু নিয়মিত তাজা ফুল এনে ফুলদানি সাজানো অন্তত এই মন্দার বাজারে সম্ভব নয়। আবার নিয়মিত ফুল খুঁজে এনে তা সাজাতে গেলে বিপত্তি বাঁধবেই। কিন্তু পড়ার টেবিলে অথবা ফুলদানিতে তাজা ফুল রাখলে ঘরের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। ফুলে সৌরভ আপনার ঘরকে নতুন প্রাণ দেয়। টাটকা ফুল কিনে আনার দু বা একদিনেই শুকিয়ে গেলেই মনটা খারাপ হয়। কিন্তু ফুলকে আরেকটু বেশি সময় চাঙা রাখার কিছু পদ্ধতি রয়েছে। টুকিটাকি এসব পদ্ধতি জানা নেই বলেই একটু বিপদ। চলুন জেনে নেই:
ফুল কেনার সময় কুঁড়ি দেখে কেনাই বুদ্ধিমানের কাজ। নতুন ফোটা ফুল কুঁড়ি দেখে কেনা হলে অনেকদিন তাজা থাকার নিশ্চয়তা পাওয়া যায়।
ফুলে কোনো আঘাত থাকলে না কেনাই ভালো।
ফুলদানি পরিষ্কার করার সময় সবসময় সতর্ক থাকুন। শুধু জল দিয়ে ধুয়ে ফেললেই হবে না। ফুলদানিকে প্রতিনিয়ত পরিষ্কার রাখবেন।
সাবান যদি ফুলদানির ভেতরে থেকে যায় তাহলে ফুল দ্রুত নষ্ট হবে। হারাবে সৌন্দর্য।
ফুলের কাণ্ড কখনই বেশি ছোট করে কাটবেন না। অনেকেই মনে করেন ছোট করে কেটে ফুল সাজালে অনেক ফুল সাজানো যায়। এটা ঠিক না।
ফুলের কাণ্ড কাটার সময় অবশ্যই ৪৫ ডিগ্রি কোণ করে কাটবেন। এভাবে কাণ্ড কাটলে ফুল অনেকদিন তাজা থাকে।
ফুলদানিতে জল দেওয়ার পর তাতে অল্প লবণ দিলে ফুল তাজা থাকে অতিরিক্ত সময়।
ফুলদানিতে ফুল রাখার সময় এ বিষয়টি নিশ্চিত করবেন, ফুলের যে অংশ জলে ডোবানো তাতে যেন পাতা না থাকে। এমনটা হলে ফুলে পচন ধরে দ্রুত।
দুই চামচ অ্যাপল সিডার ভিনেগার, দুই চামচ চিনি এবং আধ চামচ ব্লিচ একসঙ্গে মিশিয়ে ফুলদানিতে ঢালুন। এবার ফুলদানিতে ফুল রাখলে অনেকদিন ফুল তাজা থাকবে।
Post a Comment