ভ্যাপসা গরমে স্বস্তির সঙ্গী

 


ODD বাংলা ডেস্ক: এই সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি হবে বলে জানা গেছে। আবার বৃষ্টির পরদিন ভ্যাপসা ও চিটচিটে গরমে টেকা মুশকিল হয়ে যায়। যারা দিনের বড় একটা অংশ বাইরে থাকেন তাদের জন্য এই গরম অসহ্য হয়ে ওঠে। তাহলে এই ভ্যাপসা গরমে কিছু জিনিস সঙ্গে তো রাখতেই হয় যাতে গরমটা কাবু না করে ফেলে। কি সেসব সঙ্গী? চলুন জেনে নেই: 


গরমে বাড়ির বাইরে গেলে সঙ্গে ব্যাগ নেবেন অবশ্যই। ব্যাগে ছাতা, জলের বোতল, টিস্যু, ওয়েট টিস্যু, রুমাল, পারফিউম, সানগ্লাস, সানক্রিম, ছোট ফ্যান কিংবা হাতপাখা রাখবেন।

আজকাল ফোল্ডিং ছাতা বেশ জনপ্রিয়। এগুলো হালকা এবং ব্যাগের কোনায় রাখা যায়। তাই ফোল্ডিং ছাতাও রাখুন।

এই গরমে আলাদা একটি জলের বোতল সঙ্গে রাখুন। এমনকি গ্লুকোজ ও স্যালাইনও রাখুন সঙ্গে।


রুমাল বা টিস্যু ব্যাগে রাখুন। মুখের জন্য ওয়েট টিস্যু রাখা ভালো। সাধারণ টিস্যু মুখের ত্বকে র‍্যাশ বাড়াতে পারে।

গরমে শরীরে দুর্গন্ধ হবেই। তাই পারফিউম রাখুন। আজকাল ছোট পকেট সাইজের পারফিউমও পাওয়া যায়।

ব্যাটারিচালিত হ্যান্ডফ্যান বা নেকফ্যানও কিন্তু গরমে স্বস্তি দেবে যদি যানজটে আটকে থাকেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.