সম্পর্কে সীমারেখা কেন জরুরি

 


ODD বাংলা ডেস্ক: সম্পর্কে নানা টানাপোড়ন থাকবেই। কিন্তু একসঙ্গে থাকাটা যদি দমবন্ধ করা অনুভূতি দেয় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। তবে কোনো সম্পর্কই একদিনে ওই জায়গায় পৌঁছায় না। কী কারণে সম্পর্কে ফাটল দেখা দিল তা ভেবে দেখা উচিত। এ ক্ষেত্রে সীমারেখার অনুপস্থিতিও অনেকাংশে দায়ী বলে মত বিশেষজ্ঞদের।


বিশেষজ্ঞদের মতে, সম্পর্কে পারস্পরিক নির্ভরতা, বিশ্বাসযোগ্যতা যেমন প্রয়োজন, তেমনই সীমারেখাও প্রয়োজন। এতে সম্পর্ক ভালো থাকে।


সম্পর্কে কোন জিনিসের গ্রহণযোগ্যতা রয়েছে, আর কোন জিনিসের নেই, তা নির্ধারণ করে সীমারেখা। একই সঙ্গে নিজের নিজের ব্যক্তিগত সীমাবদ্ধতা সম্পর্কেও জানা যায়।


সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা অত্যন্ত জরুরি। কিন্তু সময়, জায়গার নিরিখে সবসময় তাতে একমত নাও হতে পারেন কেউ কেউ। পার্কে বসে হয়ত কারও মনে হল একটু কাছাকাছি আসার। তার আগে অপর জনের মতামত জানাও জরুরি। তিনি স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারেন।


সময় নিয়েও সীমারেখা থাকা উচিত। সময় না দিলে কোনও সম্পর্কই টেকে না, বিশ্বাসযোগ্যতা তৈরি হয় না পরস্পরের প্রতি। আবার একসঙ্গে থাকাও যেমন জরুরি, তেমনি নিজের জন্য সময়ও জরুরি।


বর্তমান সময়ে  অনেকেই সোশ্যাল মিডিয়ার উপর অনেকটাই নির্ভরশীল। কিন্তু বেশি আসক্ত হয়ে পড়লে, সঙ্গী নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। তবে এ ব্যাপারে বেশি দখলদারিও কাম্য নয়।


সম্পর্কে জড়ালে পরস্পরের সঙ্গে সব কথা শেয়ার করা হয়। কিন্তু কোন সময়ে কোন কথা বলা যায়, কতটা ভাগ করে নিতে চাইছেন সঙ্গীর কাছে, তাও বোঝা জরুরি।


কোনও কিছুর জন্য জোর করা উচিত নয়। বরং বিশ্বাসযোগ্যতা তৈরি হলে, আপনা থেকেই মনের কথা খুলে বলা যায়। আবার বড় ধাক্কার পর স্থির হতেও সময় লাগে। এ ব্যাপারে দুজনের সমঝোতা জরুরি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.