গরমেও ফাটছে ঠোঁট?
ODD বাংলা ডেস্ক: গরমে ঠোঁট ফাটার মতো সমস্যা অস্বাভাবিক নয়। সারাদিন রোজা রাখলে এমনিতেই ঠোঁট শুকিয়ে যেতে শুরু করে। তাছাড়া একটানা রোদের নিচে থাকলেও ঠোঁট ফাটতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্নি কতটা বাজে তা বলে দিতে হবে না। প্রশ্ন হচ্ছে, গরমে ঠোঁট ফাটার সমস্যা থেকে নিস্তার পাওয়ার উপায় কি? কয়েকটি সহজ উপায় রয়েছে। চলুন জেনে নেই:
ঠোঁটে লাগান লিপ বাম
গরমে ঠোঁটের ওপর পুরু করে এফপিএফযুক্ত ময়েশ্চারাইজিং লিপ বাম লাগান। আবার যেসব লিপ বামে নারকেল তেল বা বিসওয়াক্স আছে এমন পণ্য কিনে নিন। এসব পণ্য আপনার ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
ঘরে আনুন হিউমিডিফায়ার
গরমে ঘরের ভেতর হিউমিডিফায়ার ব্যবহার করুন। হিউমিডিফায়ার ঘরের ভেতর আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। যারা এসিতে অনেকক্ষণ কাজ করেন, তাদের অভ্যাসে বদল আনতেই হিউমিডিফায়ার।
মাথায় টুপি দিন
বাইরে বেরুলে মুখ ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। সেজন্য মাথায় টুপি ব্যবহার করুন।
মশলাদার খাবার বাদ
অতিরিক্ত মশলাদার কিংবা আম্লিক খাবার ঠোঁটের অবস্থা নাজেহাল করে তুলতে পারে। এসব খাবারের উপাদান ঠোঁট ফাটাতে প্রভাব রাখে। তাই এসব খাবার গরমে এড়িয়ে চলুন।
Post a Comment