প্রেমিকাকে ফেরাতে বৃষ্টির মধ্যে হাঁটু গেড়ে ২১ ঘণ্টা
ODD বাংলা ডেস্ক: প্রেম ভেঙে যাওয়া সবসময়ই বেদনাদায়ক। যাকে ভালবাসেন তাকে ছেড়ে দেওয়াও বেশ কঠিন। এ কারণে অনেকেরই আপ্রাণ চেষ্টা থাকে প্রিয় মানুষটিকে ফেরাতে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে চীনে। এক ব্যক্তি তার সাবেক প্রেমিকাকে ফেরাতে বৃষ্টির মধ্যে টানা ২১ ঘণ্টা হাঁটু গেড়ে বসে থেকেছেন প্রেমিকার অফিসের সামনে। তারপরও গলেনি প্রেমিকার মন।
সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী,সেদিন ছিল ২৮ মার্চ। দুপুর ১টায় ওই প্রেমিক দেশটির সিচুয়ান প্রদেশের দাজুর ভবনের বাইরে গোলাপের তোড়া হাতে হাঁটু গেড়ে বসেন। এরপর কেটে যায় ২১ ঘণ্টা। পরের দিন সকাল ১০টা পর্যন্ত একইভাবে তিনি সেখানে বসে থাকেন প্রেমিকার মন পরিবর্তনের আশায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল আর প্রচন্ড ঠান্ডাও ছিল। কিন্তু তারপরও প্রেমিকার পক্ষ থেকে কোনো সাড়া পাননি ওই ব্যক্তি।
ওই সময় আশপাশের অনেকেই সেখানে জড়ো হন। আর তাকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু ওই প্রেমিক বসে থাকেন প্রেমিকার অপেক্ষায়। ওই ঘটনার ছবি ও ভিডিও ইতোমধ্যে দেশটির সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, তারা অনেকেই ওই ব্যক্তিকে সেখান থেকে সরানোর চেষ্টা করেছেন। হাঁটু গেড়ে বসার প্রয়োজন নেই -একথাও বলেছেন। কেউ কেউ বলেছেন, গার্লফ্রেন্ড দেখা করতে চাচ্ছে না, কেন শুধু শুধু অপমানিত হচ্ছেন। কিন্তু তারপরও ওই ব্যক্তি কারও কথা শোনেননি।
এদিকে, বাইরে এত হৈ চৈ চললেও কোথাও ওই ব্যক্তির প্রাক্তন প্রেমিকাকে দেখা যায়নি।
ঘটনাটি দেশটির সামাজিক মাধ্যমে এতটাই আলোড়ন তোলে যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক কষ্টে ওই ব্যক্তিকে সরে যেতে রাজি করায়। তার আগে ওই ব্যক্তি পুলিশের বারবারই বলেন, এখানে হাঁটু গেড়ে বসে থাকা যদি বেআইনি না হয় তাহলে দয়া করে আমাকে এখানে থাকতে দিন।
একজন পুলিশ অফিসার জানান, ওই ব্যক্তির প্রেমিকা কয়েকদিন আগে তার সঙ্গে ব্রেকআপ করেছেন। এ কারণে হাটু গেড়ে বসে ওই ব্যক্তি প্রেমিকার কাছে ক্ষমা চাইছিলেন।
Post a Comment