ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া ৫ মাস্ক

 


ODD বাংলা ডেস্ক: প্রতিদিন রোদে পুড়ে, ধুলাবালি লেগে ত্বক কালো ও রুক্ষ হয়ে যায়। এতে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় মুখের ত্বক। এ কারণে মুখের বিশেষভাবে যত্নের প্রয়োজন রয়েছে। অনেকের সময় স্বল্পতার কারণে পার্লারে যাওয়ার সময় থাকে না। সেক্ষেত্রে ঘরেই বানাতে পারেন বিশেষ মাস্ক।


অ্যালোভেরা মাস্ক : ত্বককে দ্রুত উজ্জ্বল করতে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ দুধের সর এবং এক চিমচি হলুদ মিশিয়ে নিন। এখন পুরো মুখে ও গলায় লাগিয়ে নিন। ২০/৩০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


 টমেটো মাস্ক : টমেটোতে ভিটামিন-সি থাকার কারণে টমেটো ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে মুখকে উজ্জ্বল করতে সাহায্য করে। এজন্য প্রথমে টমেটোকে রস করে তার মধ্যে দুধের সর মিশিয়ে পুরো মুখ ও গলায় মাখুন। ৩০ মিনিট রেখে মুখ জল দিয়ে ধুয়ে ফেলুন।


মধু ও দুধের মাস্ক : মুখকে মসৃণ ও উজ্জ্বল করতে ৪ টেবিল চামচ হালকা গরম দুধের মধ্যে ২ টেবিল চামচ মধু দিয়ে মিশিয়ে গরম থাকা অবস্থায় মুখে লাগান। ২০ মিনিট রেখে প্রথমে হালকা গরম জল দিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


হলুদের মাস্ক : এটি মুখের মরা চামড়া ও কালচে ভাব দূর করে মুখকে উজ্জ্বল করে তোলে। ১/২ চা চামচ হলুদের মধ্যে ১ চা চামচ বেকিং পাউডার ও ২ চা চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ৫ মিনিট রাখার পর মুখে কিছুক্ষণ ম্যাসাজ করে প্রথমে কুসুম গরম জল এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


বেসনের মাস্ক : বেসন এক্সফোলিয়েট করে মুখকে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। ২ টেবিল চামচ বেসনের সাথে ১ টেবিল চামচ দুধ ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ১৫/২০ মিনিট মুখে রেখে ঠান্ডা জল দিয়ে ফেলুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.