নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে
ODD বাংলা ডেস্ক: ভাবনা থেকে রেহাই পাওয়া বেশ কঠিন। মনের কোণে নেতিবাচক ভাবনা ওৎ পেতে থাকলে একের পর এক বাজে চিন্তা আসতে থাকে। সেখান থেকে হতাশা ও দুশ্চিন্তা একসময় সবকিছুই একঘেয়ে করে তোলে। এই নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকতে হলে কি করবেন? চলুন জেনে নাই:
প্রথমেই মনোযোগ বাড়ান
নেতিবাচক চিন্তা আসে যখন আপনার মনোযোগ একটি জায়গাতেই আটকে থাকে। হ্যাঁ, ওই জায়গাটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু ওই জায়গাটি যদি আপনাকে গুরুত্বপূর্ণ মনে না করে তাহলে তা নেতিবাচকতাই তৈরি করবে। সেজন্য নিজের কাজ ও পরিপার্শ্বে মনোযোগ বাড়ান।
নিজের ভাবনাকে থামিয়ে দিলে চলবে না
নিজের ভাবনার গতি থামিয়ে দিলে চলবে না। একটি ভাবনায় আটকে থাকলেই বিপদ। আপনার মনে আরও অনেক ধারণা জন্ম নেবে যা মোটেও ভালো নয়। তাই সারাদিন নিজেকে ব্যস্ত রাখুন কাজে।
বুদ্ধি দিয়ে বিবেচনা করুন
নেতিবাচক ভাবনার ক্ষেত্রে যুক্তি দিয়ে বিচার করুন। নিজের এই অবস্থানের ভিত্তিতে সিদ্ধান্ত নিন। ওই সিদ্ধান্ত আপনাকে হয়তো কষ্ট দিতে পারে। তবে তা বাস্তবায়নে কঠোর হোন। দেখবেন অনেক বিষয়েই নেতিবাচক ভাবনা সরে যাবে।
Post a Comment