বৃষ্টিতে গাড়ির কাচে বাষ্প জমার কারণ

 


ODD বাংলা ডেস্ক: বৃষ্টিভেজা ঘোলা কাচে নিজের নাম বা ছবি আঁকেননি, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। ঝুম বৃষ্টিতে গাড়ির জানালার কাচও বাষ্পের কারণে ঝাপসা  বা ঘোলা হয়ে যায়।

কারণ, বৃষ্টি পড়লে বাইরের আবহাওয়া বেশ কিছুটা ঠান্ডা হয়ে যায়। এ ঠান্ডায় গাড়ির জানালার কাচও কিছুটা ঠান্ডা হয়। তখন গাড়ির বাইরের তাপমাত্রার তুলনায় ভেতরের তাপমাত্রা কিছুটা বেশি থাকে। এ কারণে গাড়ির ভেতরের বাতাসের মধ্যে থাকা জলীয়বাষ্প জানালার কাচের সংস্পর্শে এলে জমে ঘন হয়ে যায়। সেটাই গাড়ির জানালার কাচের ভেতরের দিকে জমতে দেখা যায়। আর ঠিক একই কারণে কোনো গ্লাসে বরফ বা ঠান্ডা জল রাখলে বাইরের গায়ে বাষ্প জমে বিন্দু বিন্দু জল দেখা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.