বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে এই তারিখে, জেনে নিন ভারতে এর সময় ও প্রভাব

 


ODD বাংলা ডেস্ক: ২০২৩ সালে, ৪টি গ্রহণ ঘটবে, যার মধ্যে ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ। এ পর্যন্ত একটি সূর্যগ্রহণ ও একটি চন্দ্রগ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিল এবং চন্দ্রগ্রহণ হয়েছিল ৫ মে, শুক্রবার, বৈশাখ পূর্ণিমার দিনে। এবার পরবর্তী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের পালা। এখনও পর্যন্ত সংঘটিত দুটি গ্রহণ ভারতে দৃশ্যমান হয়নি, তাই তাদের সূতক সময়কালকেও বিবেচনা করা হয়নি। কিন্তু এখন বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে, তা ভারতেও দৃশ্যমান হবে এবং এর প্রভাবও পড়বে।


২০২৩ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কখন ঘটবে?


বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ২৯ অক্টোবর, ২০২৩ রবিবার ঘটবে। এটিই হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ খুবই বিশেষ হবে কারণ সারা বছর ভারতে যে সমস্ত গ্রহণ দেখা যাবে তার মধ্যে এটিই হবে একমাত্র গ্রহণ। ভারতে দৃশ্যমান হওয়ার কারণে এই চন্দ্রগ্রহণের সুতক সময়ও বৈধ হবে। ২০২৩ সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ভারতে ২৯ অক্টোবর মধ্যরাতে ১ টা ৬ মিনিট থেকে শুরু হবে এবং ২ টো ২২ মিনিটে শেষ হবে। ভারতে এই চন্দ্রগ্রহণের মোট সময়কাল হবে ১ ঘণ্টা ১৬ মিনিট।


চন্দ্রগ্রহণের সূতক সময়কাল ২০২৩-


২৯ অক্টোবর যে চন্দ্রগ্রহণ ঘটবে তা ভারতে দৃশ্যমান হবে এবং এর সুতক সময়ও বিবেচনা করা হবে। চন্দ্রগ্রহণের সূতক সময়ে পূজা-অর্চনা-সহ সকল শুভকাজ নিষিদ্ধ থাকবে। মন্দিরের দরজা বন্ধ থাকবে। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর স্নান করে এবং তবেই ঈশ্বরকে স্পর্শ করুন। চন্দ্রগ্রহণের সুতক শুরু হয় ৯ ঘণ্টা আগে। মনে রাখবেন চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়াতে উক্ত সময় বাইরে বের হবেন না, ঈশ্বরকে স্মরণ করুন, গ্রহণকালে খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। চন্দ্রগ্রহণের পর স্নান করতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.