দুই শতাধিক জুতো চুরি, কাজ শেষে চোর দেখলেন সবগুলো এক পায়ের



 ODD বাংলা ডেস্ক: পেরুর হুয়ানকায়ো শহরের একটি জুতোর দোকানে চুরি করতে ঢুকেছিলেন তারা তিনজন। চুরির কাজটাও ভালোমতো সম্পাদন করলেন — প্রায় দুই শতাধিক ট্রেইনার জুতো চুরি করে পালিয়ে যান তারা।


কিন্তু ওই জুতোর সবগুলো ছিল ডান পায়ের।


দোকানদারের হিসাব অনুযায়ী, চুরি যাওয়া জুতোগুলোর মোট মূল্য প্রায় ১৩ হাজার ডলার। তবে এসব জুতো বিক্রি করতে চাইলে বিস্তর কাঠখড় পোড়াতে হতে পারে চোরদেরকে।


চুরির এ দৃশ্যটি ধরা পড়েছে নিরাপত্তা ক্যামেরাতেও।


সেখানে দেখা যায়, দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন অপরাধীরা। এরপর চুরি করা বিভিন্ন ব্র্যান্ডের জুতোর বাক্সগুলো একটি ট্রাইসাইকেলে করে নিয়ে যান।


স্থানীয় পুলিশ প্রধান এদুয়ান দিয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছেন।


'এ চুরির ঘটনার অস্বাভাবিক বিষয়টি হলো, কেবল ডান পায়ের জুতো চুরি হয়েছে।


'ফুটেজ ও ফিংগারপ্রিন্ট ব্যবহার করে আমরা ওই ব্যক্তিদের ধরতে পারব,' বলেন পুলিশ প্রধান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.