মাত্র ৩০ সেকেন্ডে ভোট দিয়ে রেকর্ড গড়ল স্পেনের এই গ্রাম!
ODD বাংলা ডেস্ক: স্থানীয় নির্বাচনে মাত্র ৩০ সেকেন্ডে ভোট দিয়ে রেকর্ড গড়েছেন স্পেনের একটি গ্রাম ভিলারোয়ার ভোটাররা। দেশটির লা রিওহা প্রদেশের ছোট্ট গ্রামটির সাতজন রেজিস্টারড ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন। খবর বিবিসির।
ভিলারোইয়া গ্রামের এই সাতজন ভোটার তাদেরই আগের রেকর্ড ভেঙেছেন এই নতুন রেকর্ডের মাধ্যমে। এর আগে তারা ৩২ সেকেন্ডের মধ্যে ভোট দেওয়া শেষ করেছিলেন।
বর্তমান মেয়র সালভাদর পেরেজ ১৯৭৩ সাল থেকে এই পদে আছেন। স্প্যানিশ গণমাধ্যমকে তিনি বলেন, "আমি জানিনা এই সাতটি ভোটই আমার পক্ষে পড়েছে কিনা, কিন্তু আমি প্রায় নিশ্চিত যে সাতজনই আমাকে ভোট দিয়েছেন।"
পেরেজ জানান, ভিলারোইয়া গ্রামের বাসিন্দারা 'বেশ প্রশিক্ষিত' এবং সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই তারা যত দ্রুত সম্ভব ভোট দিয়ে ফেলেছে। এর ফলে ভিলারোইয়াতেই সবার আগে ভোটগ্রহণ শেষ হয়েছে।
তবে পেরেজ এও জানিয়েছেন যে, তার এলাকার বাসিন্দারা সম্ভবত ক্যাস্টিয়া লা মানচা অঞ্চলের আরেকটি গ্রাম ইয়ান দে ভাকাস-এর সাথে প্রতিযোগিতা করে এভাবে ভোট দিয়েছে। ঐ গ্রামটিতে রেজিস্টারড ভোটারের সংখ্যা মাত্র ৩ জন।
স্পেনে স্থানীয় নির্বাচনকে বছরের শেষের দিকে সংসদীয় নির্বাচনের জন্য একটি 'টেস্ট রান' হিসেবে দেখা হচ্ছে।
দেশটির ১৭টি আঞ্চলিক সংসদের মধ্যে ১২টি এবং ৮০০০ টাউন ও সিটি হল প্রতিদ্বন্দ্বিতা করছে।
Post a Comment