বিস্ফোরণে স্বর্ণ মন্দির ওড়ানোর ছক? কয়েক ঘণ্টায় জোড়া বিস্ফোরণ
ODD বাংলা ডেস্ক:পঞ্জাবে স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ। যার জেরে আতঙ্ক ছড়াল অমৃতসরে। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটল ওই এলাকায়।সোমবার সকালে অমৃতসরের হেরিটেজ স্ট্রিটের সারাগড়ি সরাইতে বিস্ফোরণ হয়। এই রাস্তা ধরে একটু এগোলেই পৌঁছনো যায় স্বর্ণ মন্দিরে। ঐতিহ্যবাহী শিখ গুরুদ্বারের এতো কাছে কী ভাবে বিস্ফোরণ? নেপথ্যে কাদের হাত? খতিয়ে দেখছে পঞ্জাব পুলিশ।স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান স্বয়ং অমৃতসরের পুলিশ কমিশনার। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিমও।অমৃতসর পুলিশের ADCP মেহতাব সিং জানিয়েছেন, “বিস্ফোরণের জেরে একজন আহত হন। তবে তাঁর আঘাত গুরুতর নয়।” পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছে পঞ্জাব পুলিশ। এলাকায় আর কোনও বিস্ফোরক রয়েছে কিনা, তা নিশ্চিত করতে তল্লাশিতে নেমেতে বম্ব স্কোয়াড।
Post a Comment