বন্দিকে মদ কিনতে সাহায্য করছে পুলিশ! ভিডিও ঘিরে শোরগোল যোগী রাজ্যে
ODD বাংলা ডেস্ক: নিরাপত্তার ঘেরাটোপে থাকাকালীন গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাইয়ের হত্যা ঘটনায় যোগী পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তার মধ্যে ফের বিতর্কে উত্তরপ্রদেশ পুলিশ। এবার বিচারাধীন এক জেলবন্দিকে মদ কিনতে সাহায্যের অভিযোগ উঠল। ঘটনার একটি ভিডিয়ো সোসাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলায়। দুই পুলিশ জেলবন্দি ওই ব্যক্তিকে আদালতে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। পথে একটি মদের দোকানের সামনে থামে সে। এরপর মদ কিনতে যায় ওই বন্দি। সেই সময় সঙ্গে থাকা এক পুলিশ কর্মী ধৃত ওই বন্দিকে মদ কিনতে সাহায্য করে বলে অভিযোগ। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তি সোসাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করেন। পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সেটি।ভিডিয়োটি দেখা যাচ্ছে, জেলবন্দি ওই ব্যক্তির হাত বাঁধা অবস্থায় মদের দোকানে মদ কিনছে। আর সেক্ষেত্রে তাকে সাহায্য করছে এক যোগী পুলিশ। সোসাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট হতেই নড়েচড়ে বসে হামিরপুর জেলার পুলিশ কর্তৃপক্ষ। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
Post a Comment