স্বামী-স্ত্রী ভুলেও এক প্লেট থেকে খাবার খাবেন না! সাবধান করছে বাস্তুশাস্ত্র



 ODD বাংলা ডেস্ক: আমাদের সমাজে স্বামী-স্ত্রীর এক থালায় খাবার খাওয়ার রেওয়াজ প্রচলিত আছে। মনে করা হয়, স্বামী স্ত্রী এক থালায় খেলে তাঁদের মধ্যে প্রেম বৃদ্ধি পায়। তবে বাস্তুশাস্ত্র স্বামী স্ত্রীর এক থালায় খাওয়ার রীতিকে মোটেও সমর্থন করছে না। স্বামী স্ত্রী এক থালায় খাবার খেলে তার অশুভ প্রভাব দাম্পত্য সম্পর্কে পড়তে পারে বলে সাবধান করছে বাস্তুশাস্ত্র। এর ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তাঁদের সম্পর্কের মধ্যে।


এই বিষয়ে মহাভারতে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভীষ্ম পিতামহ। ভীষ্ম পিতামত বলেছেন যে একজন আদর্শ মানুষ তাঁর বিভিন্ন সম্পর্কের প্রতি সমান ভাবে নিজের দায়িত্ব পালন করেন। প্রতিটি মানুষ বিভিন্ন সম্পর্কে বিভিন্ন জনের সঙ্গে আবদ্ধ। এই প্রতিটি সম্পর্কের প্রতিই নিজস্ব দায়িত্ব পালন করা জরুরি। ভীষ্ম বলেছেন সবার প্রতি সমান ভালোবাসা থাকা দরকার, তাহলেই ভারসাম্য বজায় থাকবে। কিন্তু স্বামী স্ত্রী এক থালায় খাবার খেলে তাঁদের মধ্যে প্রেম বাড়বে। তাহলে অন্য সম্পর্কের প্রতি ভালোবাসা কমে যাবে।


বাস্তু বলছে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা অত্যধিক বেড়ে গেলে তখন অন্যদের তিনি অবহেলা করতে শুরু করবেন, নিজের অন্য দায়িত্ব উপেক্ষা করতে থাকবেন সেই ব্যক্তি। সেই অবস্থায় একটা ছোট ভুলে গোটা পরিবারের খুশি ও আনন্দ হারিয়ে যেতে পারে। ধ্বংসের পথে হাঁটতে পারে গোটা পরিবার। স্ত্রীর ক্ষেত্রেও এই বিষয়টা সত্যি। স্ত্রী স্বামীকে অতিরিক্ত ভালোবাসলে অন্য কর্তব্যের প্রতি অবহেলা করতে শুরু করবেন ওই মহিলা।


ভীষ্ম পিতামহ আরও বলেছেন যে কোনও অবস্থাতেই কোনও একজনের প্রতি ভালোবাসা না থাকাই ভালো। কারণ অতিরিক্ত ভালোবাসা বুদ্ধি কমিয়ে দিতে পারে, ভালো ও মন্দের মধ্যে ফারাক করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন ওই ব্যক্তি। এই পরিস্থিতি কখনোই সেই পরিবারের জন্য শুভ হতে পারে না। তাই স্বামী ও স্ত্রীর কখনোই এক প্লেট থেকে খাবার খাওয়া উচিত নয় বলে সাবধান করেছেন ভীষ্ম।


তাই বাস্তুশাস্ত্র অনুসারে গোটা পরিবারের একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা উচিত। এর ফলে পরিবারের সবার মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়বে। এর ফলে সেই পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বাড়বে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.