প্রকাশ্যে ছবির দ্বিতীয় গান ‘রাম সিয়া রাম’, গানের ভিউয়ার্স সংখ্যা চমক দিল সকলকে

 


ODD বাংলা ডেস্ক: একেবারে অন্যরকম কাহিনি নিয়ে আসছে ‘আদিপুরুষ’ ছবিটি। ছবিতে প্রভাব, কৃতি, সইফ আলি খান-সহ থাকছেন একাধিক হেভি ওয়েট তারকা। রামায়নের কাহিনি এবার দেখা যাবে বড় পর্দায়। হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে আসবে শ্রী রামের জীবন কাহিনি।


ট্রেলার মুক্তি পেয়েছে ৯ মে। আদিপুরুষ ছবির ট্রেলার লঞ্চের পর মাত্র ২৪ ঘন্টায় মোস্ট ভিউড-র তকমা পেয়েছিল ছবিটি। প্রথম দিনেই ভিউয়ার্স ছিল ৫২.২২ মিলিয়ান। সদ্য প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় গান ‘রাম সিয়া রাম’। আর এই গান প্রকাশ্যে আসার পর থেকে খবরে আদি পুরুষ।


কদিন আগে প্রকাশ্যে এসেছে প্রথম গান জয় শ্রী রাম। এই গান মুক্তির পর দর্শকদের থেকে পেয়েছে ভালোবাসা। এবার প্রকাশ্যে এল দ্বিতীয় গান ‘রাম সিয়া রাম’। এই গান প্রকাশ্যে আসার পরই ভিউয়ার্স সংখ্যা নজর কেড়েছে সকলের।


মাত্র ২১ ঘন্টায় ‘রাম সিয়া রাম’ গানের ভিউয়ার্স সংখ্যা পার করেছে ২৭ মিলিয়ান। যা নজর কেড়েছে সকলের। গানটিতে কন্ঠ দিয়েছেন সচেত ট্যান্ডন ও পরম্পরা ট্যান্ডন। এই গানের কথা লিখেছেন মনোজ। সুর দিয়েছেন চেত ও পরম্পরাই।


গানে ধরা পড়েছে রাঘব ও জানকী মাতার কাহিনি। এই গানকে ছবির মূল স্পিরিট বলে বর্ননা করা হয়েছে। গানটি মুক্তির পরই পেয়েছে সাফল্য। এই গানের সাফল্য নজর কেড়েছে সকলের। গানটি যে দর্শকমনে স্থান পাবে তা আগেই অনেকেই অনুমান করেছিলেন।


এক সাক্ষাৎকার কৃতি আগেই বলেছিলেন, এই গানটি তাঁকে আচ্ছন্ন করে রেখেছে। গানটি দর্শকমনে কতটা স্থান পায় এখন সেটাই দেখার। তেমনই অনেকে বলেন, গানটি ছবির মূল স্পিরিট। সে যাই হোক, ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে রাম সিয়া রাম। আর এই গান প্রকাশ্যে আসার পর থেকেই তা রয়েচে খবরে।


ট্রেলার মুক্তি পেয়েছে ৯ মে। আদিপুরুষ ছবির ট্রেলার লঞ্চের পর মাত্র ২৪ ঘন্টায় মোস্ট ভিউড-র তকমা পেয়েছিল ছবিটি। প্রথম দিনেই ভিউয়ার্স ছিল ৫২.২২ মিলিয়ান। আর মাত্র কটা দিনের অপেক্ষা। তারপরই মুক্তি পাবে ছবিটি। ১৬ জুন মুক্তির দিন নিশ্চিত হয়েছে।


কদিন আগে প্রকাশ্যে এল জয় শ্রী রাম ট্র্যাক। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় একাধিক ভাষায় মুক্তি পেল ‘জয় শ্রী রাম’ ট্র্যাক। এটি ছবির প্রথম গান। গানটি পরিচালনা করেছেন অজয়-অতুল। গেয়েছেন মনোজ মুনতাশির। গানের ভিজ্যুয়াল প্রকাশ্যে আসার পরই কুড়িয়েছে প্রশংসা।


কয়ের মিনিটের ‘জয় শ্রী রাম’ গানে তো বটেই সঙ্গে গানের ভিজ্যুয়ালের দ্বারা আপনি পৌঁছে যেতে পারেন এক অন্য জগতে। ভিডিও দেখে বোঝা যাচ্ছে, সীতাকে উদ্ধার করতে যাচ্ছেন রাম। সে যুদ্ধ শুরুর মুহূর্তে উঠে এসেছে ‘জয় শ্রী রাম’ ট্র্যাকের মধ্যে দিয়ে। মুক্তির পরই খবরে এসেছে ‘জয় শ্রী রাম’ গানটি।


এবার প্রকাশ্যে এল ‘আদিপুরুষ’ ছবির দ্বিতীয় গানটি। গতকালই প্রকাশ্যে এল দ্বিতীয় গান ‘রাম সিয়া রাম’। এই গান প্রকাশ্যে আসার পরই ভিউয়ার্স সংখ্যা নজর কেড়েছে সকলের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.