মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার, পাশের হারে প্রথম সেই পূর্ব মেদিনীপুর

ODD বাংলা ডেস্ক: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও পূর্ব মেদিনীপুরের জয়জয়াকার। গোটা রাজ্যে পাশের হারের নিরিখে উচ্চমাধ্যমিকেও প্রথম স্থান দখল করল পূর্ব মেদিনীপুর। বুধবার বেলা ১২টা নাগাদ ফল প্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, পাশের নিরিখে বাকি সব জেলাকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৫.৭৫ শতাংশ।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৮৭ জনের মেধা তালিকা প্রকাশ করেছে। পূর্ব মেদিনীপুর থেকে চারজন এই জেলাতে জায়গা করে নিয়েছে। তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ ও দশম স্থান দখল করে নিয়েছে পূর্ব মেদিনীপুরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। উচ্চমাধ্যমিকে পাশের হারের নিরিখে এই নিয়ে একটানা ষষ্ঠবার প্রথম স্থান দখল করল এই জেলা। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও প্রথম স্থান দখলে থাকায় জেলাজুড়ে খুশির হাওয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.