শিলাবৃষ্টি, ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বুধবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে
ODD বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকায়। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে রবিবার থেকে আগামী বুধবার (৩ মে) পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।রয়েছে শিলাবৃষ্টির সতর্কতাও! কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে সোমবারেও। শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। রাজ্যজুড়ে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে সপ্তাহভর।সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বেশ কয়েকটি জেলাতে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি সতর্কতাও রয়েছে। ৫০ কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে।
Post a Comment