ওয়েটলিফটিং কেন করবেন

 


ODD বাংলা ডেস্ক: ওয়েট লিফট করলে যে বডি বিল্ড হবে বিষয়টি এমন নয়। বডিবিল্ডিং এর অনেক উপকার আছে যা আমরা অনেকেই জানি না। অনেকেই জিমে ওয়েটলিফট করেন নিয়মিত। আবার অনেকে ভাবেন ওয়েটলিফট করলেই শরীরটা বাল্কি হয়ে যাবে। 


ওয়েটলিফট করলে শরীরের ভেতর থেকে এক ধরনের প্রতিরোধ গড়ে ওঠে। বাইরের কোনো চাপে প্রতিরোধ গড়ার জন্য ওয়েটলিফটিং-এর প্রেশারটি বেশ সহায়ক। নিয়মিত হিসেব করে ওয়েটলিফট করার একাধিক সুবিধা হচ্ছে:


শরীরে মাংসপেশি গড়ে ওঠে এবং মজবুত হয়।

আপনার হাড়ের গঠন আরও শক্তিশালী হবে৷ 

ওজন কমাতে কার্যকর যদি আপনি সঠিক নিয়ম অনুসরণ করেন। 


টাইপ-২ ডায়াবেটিস ও কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সহায়ক। 

কিছু কিছু ক্যান্সার প্রতিরোধেও এটি কার্যকর। 

আপনাকে শুধু বুঝতে হবে কতটুকু সময়, কখন, কিভাবে ওয়েটলিফট করতে হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.