ফের ৪০ ডিগ্রির গরমে পুড়বে বাংলা! ৭ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস

ODD বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় মোকা নিয়ে আশঙ্কা বাড়ছে। প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু, এরই মধ্যে সপ্তাহের শেষ দিনে আবার ভোলবদল আবহাওয়ার। বাড়বে গরম। মঙ্গলবার থেকে আরও অস্বস্তি বাড়াবে আবহাওয়া।শুধু তাই নয়, কয়েক সপ্তাহ আগের স্মৃতিও ফিরতে চলেছে। কলকাতার তাপমাত্রাও ৪০ ডিগ্রির আশেপাশাপাশি ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় চলবে বৃষ্টি।কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে। শুধু তাই নয়. বুধবারের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৮ শতাংশ। আজ শহরে কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অস্বস্তি বাড়াবে ভ্যাপসা গরম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.