ফের ৪০ ডিগ্রির গরমে পুড়বে বাংলা, ঘূর্ণিঝড় মোকার প্রভাবে ঝড়-বৃষ্টি কবে?
ODD বাংলা ডেস্ক:ফের বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের তাপমাত্রার পারদ পার করতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। মোকার পরোক্ষ প্রভাবের জন্য মঙ্গলবার থেকে রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক। বজায় থাকবে অস্বস্তি। আপাতত ১১ তারিখ পর্যন্ত রাজ্যে নেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।ফের বাড়তে চলেছে গরম। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের তাপমাত্রার পারদ পার করতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। মোকার পরোক্ষ প্রভাবের জন্য মঙ্গলবার থেকে রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক। বজায় থাকবে অস্বস্তি। আপাতত ১১ তারিখ পর্যন্ত রাজ্যে নেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপে পরিণত হতে চলেছে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এর ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মোকা। ইয়েমেন এর নামকরণ করেছে। এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়হে তা স্পষ্ট নয়। বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূলে তা আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Post a Comment