জুনের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যের কয়েকটি জেলায়

ODD বাংলা ডেস্ক: জুনের শুরুতেই রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পশ্চিমের কয়েক জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী চার দিনে। শুক্রবার ২ জুলাই তাপপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে।জুন মাসের শুরুতেই মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় আগামিকাল, বৃহস্পতিবার থেকে তিন-চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতেও তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও গরম অস্বস্তি করা হওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে৷ আংশিক মেঘলা আকাশ ৷ তবে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.