কোন রাশির জাতক কতদিন রাগ পুষে রাখেন? জেনে নিন...

 


ODD বাংলা ডেস্ক: বিভিন্ন কারণে নানা সময় আমাদের রাগ হয়ে থাকে। তবে এই রাগ এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কেউ রেগে গিয়ে খানিকটা চেঁচামেচি করে শান্ত হয়ে যান। আবার কেউ রাগারাগি না করলেও মনের মধ্যে সেই রাগ পুষে রেখে দেন দীর্ঘদিন। আবার কেউ কেউ অনেকক্ষণ ধরে চেঁচামেচি করতেই থাকেন। কিছুতেই এরা শান্ত হতে পারেন না।


জ্যোতিষ অনুসারে বিভিন্ন রাশির জাতকদের চরিত্র আলাদা আলাদা। আজ আমরা জেনে নেব কোন রাশির জাতক কতক্ষণ মনের মধ্যে কারোর বিরুদ্ধে রাগ পুষে রাখতে পারেন।


মেষ রাশি


একবার রেগে গেলে মোটামুটি গোটা একটা দিন শান্ত হতে লেগে যায় মেষ রাশির জাতকদের। কারোর বিরুদ্ধে রাগ এর বেশি এরা আর জমিয়ে রাখতে পারেন না।


বৃষ রাশি


যেমন গোঁয়ার, তেমনই একগুঁয়ে বৃষ রাশির জাতকরা। এরা একবার কারোর উপর রেগে গেলে সারা জীবন মনের মধ্যে সেই রাগ পুষে রাখেন। কেউ এদের সঙ্গে খারাপ ব্যবহার করলে বৃষের জাতকরা মরে গেলেও তাকে ক্ষমা করতে পারেন না।



মিথুন রাশি


সবথেকে তাড়াতাড়ি রাগ ভুলে যান মিথুন রাশির জাতকরা। এদের মাথা ঠান্ডা করা কোনও ব্যাপারই না। এক থেকে তিরিশ গুনুন, ব্যাস... রাগ ভুলে আবার স্বাভাবিক মিথুনের জাতকরা।


কর্কট রাশি


কর্কট রাশির জাতকরাও দীর্ঘদিন মনের মধ্যে রাগ পুষে রাখেন। এরা একবার কারোর উপর রেগে গেলে বছরের পর বছর তা মনে রাখেন এরা।


সিংহ রাশি


সিংহ রাশির জাতকরাও এই বিষয়ে বেশ একরোখা। কারোর উপর কোনও কারণে রেগে গেলে তাকে আর ক্ষমা করা সহজ হয় না সিংহ রাশির জাতকদের পক্ষে। মৃত্যুশয্যাতেও ক্ষমা করতে পারেন না এরা।


কন্যা রাশি


খুব তাড়াতাড়ি রাগ শান্ত না হলেও বছরের পর বছর কারোর উপর রেগে থাকা কন্যা রাশির জাতকদের স্বভাব নয়। তবে কয়েক মাস পর্যন্ত এই রাগ মনে পুষে রাখেন এরা।


তুলা রাশি


এক কাপ চা শেষ করতে যত সময় লাগে, তার মধ্যেই রাগ গলে জল হয়ে যায় তুলা রাশির জাতকদের। এর থেকে বেশি সময় তুলার জাতকরা রেগে থাকতে পারেন না।


বৃশ্চিক রাশি


বৃশ্চিক রাশির জাতক একবার যার উপর রেগে যান, তার জীবনে মোটামুটি বিপদ ঘনিয়ে আসে। কারণ কারোর উপর রাগ হলে আজীবন তা ভুলতে পারেন না এরা এবং সেই প্রতিশোধও নিয়েই ছাড়েন।


ধনু রাশি


চট করে ভুলতে না পারলেও রাগ ভুলতে খুব বেশি সময় লাগে না ধনু রাশির জাতকদের। দিন দুয়েকের মধ্যে এদের রাগ ঠান্ডা হয়ে যায়।



মকর রাশি


মকর রাশির জাতকদের সঙ্গে যারা একবার খারাপ ব্যবহার করে, তারা বরাবর এদের কুনজরে থেকে যায়। ক্ষমা চাইলেও কোনও লাভ হয় না মকর রাশির জাতকদের সামনে।


কুম্ভ রাশি


বছর খানেক রাগ ভুলতে সময় লাগে কুম্ভ রাশির জাতকদের। তারপর এরা আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যান।


মীন রাশি


কারোর উপর একবার রেগে গেলে মোটামুটি দুই থেকে তিন মাস পর্যন্ত সময় সেই রাগ মনের মধ্যে পুষে রাখেন মীন রাশির জাতকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.