বাংলার ১০৩টি দেহ শনাক্ত করা গেছে, এখনও নিখোঁজ ৩১, জানালেন মমতা
ODD বাংলা ডেস্ক: বালেশ্বরে করমণ্ডল দুর্ঘটনায় মৃতদের মধ্যে বাংলার এখনও ১০৩ জনের দেহ শনাক্ত করা গিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কটক মেডিক্যাল কলেজে আহতদের দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানকার অর্থোপেডিক বিভাগ-সহ অন্যান্য বিভাগে চিকিৎসাধীনদের দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানিয়েছেন, এখনও বাংলার ৩১ জন নিখোঁজ। তাঁদের ব্যাপারে ওড়িশা সরকার ও রেলের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য সরকার খুঁজে পাওয়ার চেষ্টা করছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী এদিন এও বলেন, কটক, ভুবনেশ্বর, মেদিনীপুর, কলকাতা মিলিয়ে ২০০ জনের চিকিৎসা চলছে। ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কটক থেকে মেদিনীপুরে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করবেন মমতা।
Post a Comment