বয়স ১৬ হলেই যৌনতায় সম্মতির অধিকার পাবে নাবালিকা! সিদ্ধান্ত আদালতের

ODD বাংলা ডেস্ক:সংবিধান অনুযায়ী ১৮-র আগে কেউ প্রাপ্তবয়স্ক নয়। কিন্তু সম্মতিসূচক যৌনতার ক্ষেত্রে ১৬ বছরকেই ন্যূনতম হিসেবে ঘোষণা করল মেঘালয় আদালত। বিশেষ এক ‘পকসো’ মামলায় রায়দানের সময় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আদালতের বিচাপতি।সম্মতিসূচক যৌনতা অপরাধ নয়। কারও সঙ্গে যদি বলপূর্বক যৌনতা না করা হয় তাহলে তা কখনই শাস্তিযোগ্য অপরাধ নয়। এমনটাই জানায় ভারতীয় দণ্ডবিধি। সম্প্রতি এক পকসো মামলায় এই ইস্যুকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে। এক্ষেত্রে মূলত নাবালক বা নাবালিকার পরিবারের কথা মতোই প্রাথমিক অভিযোগ গ্রহণ করা হয়। একইসঙ্গে পকসো আইন কড়া ভাবে শিশুদের যৌনহেনস্তা প্রতিরোধের চেষ্টা করে। তাই অন্যান্য যৌনহেনস্তার অভিযোগে যে পদক্ষেপ নেওয়া হয়, পকসো আইনের ক্ষেত্রে তা আরও দ্রুত হয়। কিন্তু অনেক সময় ঘটনার তদন্তে নেমে দেখা যায়, আসলে শাস্তিযোগ্য অপরাধের মতো কোনও ঘটনাই ঘটেনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.