গভীর রাতে মোদীর বাসভবনে ম্যারাথন বৈঠক!
ODD বাংলা ডেস্ক: লোকসভা ভোটের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি। রণকৌশল ঠিক করতে করেছে বৈঠক। এবার একই পথে হাঁটল কেন্দ্রের শাসক দল। রণকৌশল ঠিক করতে বুধবার গভীর রাতে বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, লোকলভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক। বৈঠকে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ সহ বিজেপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ম্যারাথন বৈঠকে লোকসভা ভোটে কোন কোন ইস্যু প্রচারে তুলে ধরা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।মঙ্গলবার ভোপালে বিজেপি কর্মীদের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দেশে কেন দুই ধরনের আইন লাগু রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও আলোচনা হয়েছে বলে বিজেপির অন্দরে খবর।
Post a Comment