ঠাকুরঘরে পিতৃপুরুষদের ছবি? নিজের কী ক্ষতি করছেন জানেন?



 ODD বাংলা ডেস্ক: প্রত্যেকের বাড়িতেই তাঁদের পূর্বপুরুষের ছবি থাকে। তাঁদের কাছ থেকে আশীর্বাদ লাভ করা ও জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করে থাকি আমরা। কিন্তু বাস্তু শাস্ত্রে পূর্বপুরুষদের ছবি কোথায় লাগানো উচিত, সে বিষয় নির্দিষ্ট কিছু নিয়ম সম্পর্কে জানানো হয়েছে। বাস্তু মতে, বাড়ির যে কোনও স্থানে পূর্বপুরুষদের ছবি লাগানো উচিত নয়। মনে করা হয়, ভুল দিকে পূর্বপুরুষের ছবি লাগালে তা জীবনে অশুভ প্রভাব বিস্তার করে। এর ফলে পারিবারিক সুখ-শান্তি কমতে শুরু করে। বাস্তু অনুযায়ী বাড়ির কোন স্থানে ও কী ভাবে পূর্বপুরুষদের ছবি রাখা উচিত জেনে নিন--


১. বাস্তু শাস্ত্র অনুযায়ী পিতৃপুরুষদের ছবি কখনও ঝুলিয়ে রাখতে নেই। একে অশুভ মনে করা হয়। এর পরিবর্তে কোনও কাঠের স্ট্যান্ডের ওপর রেখে ছবিটি টাঙিয়ে দেওয়া যেতে পারে।


২. বৈঠক খানা, শয়নকক্ষ বা রান্নাঘরে পিতৃপুরুষদের ছবি লাগালে গৃহকলহ দেখা দেয়। পাশাপাশি এই স্থানে ছবি লাগালে তাকে পূর্বপুরুষের অপমান বলে গণ্য করে বাস্তু শাস্ত্র। আবার পিতৃপুরুষদের ছবি এমন কোনও স্থানে লাগাবেন না, যেখানে বহিরাগত কোনও ব্যক্তির নজর পড়ে। বাড়িতে আগত অতিথিদের চোখ যাবে না এমন স্থানে পূর্ব পুরুষদের ছবি লাগান।


৩. অনেকে বাড়ির ঠাকুরঘরে পূর্বপুরুষদের ছবি রাখেন। বাস্তু মতে ঠাকুরঘরে পিতৃপুরুষদের ছবি রাখা উচিত নয়। কারণ এর ফলে দেবী-দেবতারা ক্ষুব্ধ হন। সেই পরিবারে বসবাসকারী জাতকদের জীবনে নানান সমস্যা দেখা দেয়।


৪. বাড়িতে জীবিত ব্যক্তির পাশে পূর্বপুরুষদের ছবি লাগাবেন না। বাস্তু মতে, এর ফলে বাড়ির সদস্যদের আয়ু কমে। এমনকি যে জীবিত ব্যক্তির ছবি লাগানো হয়েছে, তাঁর ওপর নেতিবাচক শক্তি প্রভাব বিস্তার করে।


৫. বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে পূর্ব পুরুষদের ছবি লাগানো শুভ নয়। তবে উত্তরের দেওয়ালে পূর্বপুরুষদের ছবি লাগানো যেতে পারে। এর ফলে জীবনে কষ্ট ও অকালমৃত্যুর ভয় দূর হয়। উত্তর দিকের দেওয়ালে পূর্ব পুরুষদের ছবি লাগালে তাঁদের দৃষ্টি দক্ষিণের দেওয়ালে থাকে। উল্লেখ্য, দক্ষিণকে পিতৃপুরুষ ও যমের দিক বলা হয়ে থাকে।


৬. বাস্তু মতে বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ মধ্যভাগে পূর্বপুরুষদের ছবি লাগানো উচিত নয়। কারণ এর ফলে মান-সম্মান কমতে পারে। আবার পশ্চিম বা দক্ষিণের দেওয়ালে পিতৃপুরুষদের ছবি লাগালে সম্পত্তি লোকসানের সম্ভাবনা থেকে যায়।


৭. বাড়ির যে স্থানে পূর্ব পুরুষদের ছবি লাগাবেন, তা যাতে দিক-দোষ মুক্ত হয় সে দিকে লক্ষ্য রাখুন।


৮. কিছু কিছু বাস্তু শাস্ত্রবীদ মনে করেন যে, ঈশান কোণে ঠাকুরঘর হলে পূর্বে পিতৃপুরুষদের ছবি লাগাতে পারেন। আবার পূর্ব দিকে ঠাকুর ঘর থাকলে ঈশান কোণে লাগাতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.