রেল কর্মীদের মানসিক স্বাস্থ্যে নজর বোর্ডের


ODD বাংলা ডেস্ক: অতিরিক্ত কাজের চাপ, পর্যাপ্ত বিশ্রামের অভাব কি শারীরিক-মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে? প্রশ্নটা ভাবাচ্ছে রেলকর্তাদের। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পর ট্রেনের চালক, গার্ড, স্টেশন ম্যানেজার, বিভিন্ন সেকশন কন্ট্রোলারদের উপর ক্রমবর্ধমান কাজের চাপের প্রসঙ্গ প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে রেলকর্মীদের মানসিক স্বাস্থ্যে নজর রাখার নির্দেশ এসেছে দেশের প্রতিটি রেল জোনের প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজারদের কাছে।৭ জুন রেলবোর্ডের ট্র্যাফিক ট্রান্সপোর্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর জে এস শেরাওয়াতের দপ্তর থেকে চিঠি পৌঁছেছে রেলওয়ে জোনগুলিতে। জানানো হয়েছে, নিরাপদ এবং নিরবচ্ছিন্ন পরিষেবার স্বার্থে ট্রেনের চালক, গার্ড ছাড়াও স্টেশন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সেকশন ম্যানেজারদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। এবং এ জন্য এঁদের মানসিক স্বাস্থ্যে লক্ষ্য রাখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কর্মীদের মানসিক ভাবে চাঙ্গা রাখাই এর লক্ষ্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.