আপনার সাফল্যের পথে বাধা এই ৩ জন, এদের থেকে দূরে থাকতে বলছেন চাণক্য
ODD বাংলা ডেস্ক: প্রতারকের কোনও সঠিক চেহারা থাকে না। সে মানুষকে ঠকানোর জন্য প্রয়োজন মতো মুখোশ পরে নেয় শুধু। যখন আপনার খারাপ সময় আসবে, তখন সেই প্রতারক নিজের সঠিক চেহারা আপনাকে দেখাবে। কী ভাবে একজন নকল বন্ধু এবং একজন আসল বন্ধুর মধ্যে পার্থক্য করবেন এবং কী ভাবে তাদের চিনবেন সেই পরামর্শ নিজের চাণক্য নীতি গ্রন্থে দিয়েছেন আচার্য চাণক্য।
মৌর্য যুগে সম্রাট চন্দ্রগুপ্তের রাজসভায় উপদেষ্টা ছিলেন আচার্য চাণক্য। তিনি ছিলেন একাধারে দার্শনিক, রাজনীতিবিদ, কূটনীতিজ্ঞ, অর্থনীতিবিদ এবং সমাজ বিশেষজ্ঞ। বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য নামেও পরিচিত ছিলেন তিনি। চাণক্য তাঁর চাণক্য নীতি গ্রন্থে আমাদের জীবনের নানা দিক সম্পর্কে মূল্যবান উপদেশ দিয়েছেন। এত বছর পরেও তাঁর উপদেশাবলী আমাদের জন্য সমান কার্যকরী।
চাণক্য জীবনে তিন ধরনের মানুষের থেকে দূরত্ব রক্ষা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন যে এই তিন ধরনের মানুষ সব সময় আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। এই তিন মানুষের থেকে যিনি দূরে থাকেন, তিনি জীবনে সাফল্য ও সুখ অর্জন করেন। জেনে নিন কাদের কাদের থেকে দূরে থাকার কথা বলেছেন চাণক্য।
বোকা বন্ধু
কথায় বলে, বোকা বন্ধুর থেকে চালাক শত্রুও ভালো। নিজের পরামর্শে সেই কথাই বলে গিয়েছেন আচার্য চাণক্য। তিনি বলেছেন যে জীবনে সাফল্য লাভ করতে হলে বুদ্ধিহীন মানুষদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখা জরুরি। যাঁরা বোকা, তাঁরা ভালো পরামর্শের মধ্যে থেকেও খারাপ কিছু খুঁজে বের করে। এই ধরনের মানুষদের কোনও ভালো পরামর্শ দেওয়া মানে শুধুই সময় নষ্ট করা। কাই এদের থেকে দূরে থাকাই ভালো। কারণ এরা শুধু আপনার সময়ই নষ্ট করবে না, আপনার উন্নতির পথে বাধাও সৃষ্টি করবে।
স্বার্থপর সঙ্গী
জীবনসঙ্গী যদি স্বার্থপর হন, তাহলে তার সঙ্গ ত্যাগ করাই ভালো। যে মানুষ শুধু নিজের কথা ভাবেন, তার থেকে কারোর উপকার হতে পারে না। বরং এই ধরনের মানুষরা নিজের স্বার্থরক্ষার জন্য আপনার অপকার করবে পদে পদে। যে নারীর পেটে পেটে শয়তানি, সব সময় ঝগড়-কলহ করে, মিথ্যে কথা বলে এবং প্রতারণা করে, সেই নারী যে কোনও মানুষের জীবন নরক করে তুলতে পারে। এই সংসার পরবর্তী প্রজন্মের উপরেও খারাপ প্রভাব ফেলে। এমন কথাই বলেছেন আচার্য চাণক্য।
সব সময় কান্নাকাটি করে যারা
কিছু মানুষ সব সময় হাহুতাশ ও কান্নাকাটি করে থাকে। নিজের দুঃখ-কষ্ট থেকে বেরিয়ে আসার কোনও চেষ্টা না করে, এরা হাহাকার করেই জীবন কাটিয়ে দেয়। এরা নিজেদের কোনও ভালো করতে পারে না এবং এদের সঙ্গে যারা থাকে, তাদেরও ক্ষতি হয় এদের প্রভাবে। তাই সব সময় হাহুতাশ করে যারা, তেমন মানুষদের থেকে দূরে থাকুন। এদের সঙ্গে থাকলে আপনার পরিশ্রমও মাঠে মারা যাবে।
Post a Comment