বালেশ্বরের ভয়াবহ দুর্ঘটনার আসল কারণ কী? জানালেন রেলমন্ত্রী
ODD বাংলা ডেস্ক: কী ভাবে ঘটেছিল বালেশ্বরের এই ভয়াবহ দুর্ঘটনা? ট্রেন চালকের গাফিলতি? সিগন্যালিং সিস্টেমের ব্যর্থতা না কি অন্য কোনও কারণ। রেল দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খুললেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "রেল দুর্ঘটনার আসল কারণ চিহ্নিত করা সম্ভব হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি বালেশ্বর ট্রেন দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখেছেন। কারা এই দুর্ঘটনার জন্য দায়ী এবং ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা গিয়েছে।"এরপরই রেলমন্ত্রীর সংযোজন, "ইলেকট্রনিং ইন্টারলকিং সিস্টেম পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আপাতত আমাদের প্রথম কাজ এই ধ্বংসস্তূপ সরিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং রেল পরিষেবা স্বাভাবিক করা। সেই লক্ষ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।"দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের সমস্ত কামরাই ছিল আধুনিক এবং নিরাপদ এইচএলবি কোচ। দুর্ঘটনার পর এমনই দাবি করেছেন রেলমন্ত্রী। অথচ তারপরও এমন মারাত্মক দুর্ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
Post a Comment