ঠোঁটের কালচেভাব দূর করতে
ODD বাংলা ডেস্ক: নানা কারণে ঠোঁটের রঙ বদলে যেতে পারে। তবে ঠোঁটের কালচেভাব নিয়ে সবারই কমবেশি দুশ্চিন্তা রয়েছে। ধূমপান থেকে শুরু করে নানা অনিয়মের ফলে এমনটা হতে পারে। ঘরোয়া উপাদানে ঠোঁটের কালচেভাব দূর করতে:
নারকেল তেল
দিনে দু'একবার আঙুলের ডগায় নারকেল তেল নিয়ে ঠোঁটে মাখিয়ে নিন। কদিনেই ঠোঁটের কালচেভাব দূর হয়ে যাবে।
অলিভ অয়েল
ঠোঁটের কালচেভাব দূর করতে হলে অলিভ অয়েল বেশ কার্যকর। আধ চা-চামচ চিনির সঙ্গে দু-তিন ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করে দেখতে পারেন। ভালো ফলাফল পাবেন।
বেদানা
একমুঠো বেদানা পিষে তার রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। বেদানায় থাকা মেলানিন আপনার ঠোঁটের কালচেভাব দূর করতে সাহায্য করে।
শসার রস
শসায় প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শশা কেটে থেঁতলে নিন। এই পেস্ট ঠোটে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।
লেবুর রস
লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কার্যকর। লেবু স্বাভাবিকভাবে ঠোঁটের কালচে ভাব দূর করতে পারে। পাতিলেবু চাক করে কেটে উপরে অল্প চিনি ছিটিয়ে নিন। এবার ঠোঁটে ঘষুন। ঠোঁটের ওপরের কালো চামড়া উঠে গিয়ে নরম ত্বক বের হয়ে আসবে। এভাবে ঠোঁটের কালোভাব কেটে যাবে।
Post a Comment