কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! বিরাট চাঞ্চল্য


ODD বাংলা ডেস্ক:কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক। এদিন ভোর সাড়ে ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ওড়ার কথা ছিল কাতার এয়ারলাইনসের ৫৪১ বিমানটির। কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। সেইজন্য বিমানে যাত্রীদের ওঠানোর কাজও শুরু হয়ে গিয়েছিল। ইতিমধ্যে এক যাত্রী বিমানে উঠেই চিৎকার করতে থাকেন যে বিমানে বোমা রাখা আছে। তাঁর চিৎকারে বিমানে থাকা অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই গোটা বিষয়টি সিআইএসএফকে জানানো হয়। জানানো হয় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষকে। এরপরই ওই বিমান থেকে ওই যাত্রী সহ বাকি যাত্রীদেরও নামিয়ে আনা হয়। মিস্টার জন জাভেদ কাজি নামে যুবক বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করে উঠেছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সিআইএসএফ।তিনি কোথা থেকে জানতে পারলেন যে বিমানে বোমা রাখা আছে? তাঁর কাছে জানতে চান সিআইএসএফ আধিকারিকরা। উত্তরে ওই যুবক বলেন, 'আমাকে একজন বলেছে।' ওই যুবককে বিমানবন্দরে ছাড়তে এসেছিল তাঁর বাবা। এরপরই তাঁর বাবার সঙ্গেও কথা বলেন সিআইএসএফ আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.