সুচেতনা থেকে সুচেতন হতে চান বুদ্ধদেব-কন্যা

ODD বাংলা ডেস্ক: সুচেতনা থেকে এবার সুচেতন হতে চান বুদ্ধদেব-কন্যা সুচেতনা ভট্টাচার্য।তিনি জানিয়েছেন,'মানসিকভাবে ট্রান্সম্যান। এবার শারীরিকভাবে হতে চাই। নামটাও পরিবর্তন করতে চাই। তার জন্য আইনি পরামর্শ নিচ্ছি। এভাবে এগিয়ে যেতে চাই।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু মানসিকভাবে ট্রান্সম্যান ওই জন্য অনেক সময় অপমানিত হতে হয়েছে। সেই থেকেই মনে হয়েছে আমাকে এই সিদ্ধান্তে আসতে হবে। '  নাম বদলে নিজেকে সুচতন করে তুলতে চান তিনি, সেইজন্য  চলছে সমস্তরকমের আইনি প্রক্রিয়াও। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, “আমি এখন ৪১ প্লাস। সিদ্ধান্তটা আমার। অনেকেই আমার মতো আছেন। তাঁদের পিতৃ পরিচয় বা মাতৃ পরিচয় এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি নিজের মতো করেই গোটা প্রক্রিয়াটা নিয়ে লড়ে যাব। আমাকে আইনি প্রক্রিয়ার মধ্যেও যেতে হবে এরপর। আমি জানি মিডিয়া হাউসগুলো এলজিবিটি রাইট নিয়ে খুব সাপোর্ট করছে। আমাদের কমিউনিটি অচ্ছুঁত নয়। তাই আমাদের সাপোর্ট করুন। শুধু এ কথাই বলব। কিছু লোক তো আমাদের ভুলভাবে অচ্ছুঁত মনে করেন। দৈনন্দিন জীবনেই আমরা সেটা দেখতে পাই। তাই দলমত নির্বিশেষে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি ও মিডিয়া হাউসগুলিকে বলছি, আমাদের কমিউনিটিকে সাপোর্ট করুন।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.