ওড়িশা ট্রেন দুর্ঘটনা: ৫ রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ CBI-এর

ODD বাংলা ডেস্ক: বাহানাগা বাজার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার এসবি মহান্তি এবং ওই এলাকার সিগন্যাল বিভাগের চার কর্মীকে আপাতত জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই কর্তারা। ২ জুন বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস যে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তাতে প্রাণ হারান ২৮৮ জন যাত্রী। কেন দুর্ঘটনা - তার যথাযথ কারণ অনুসন্ধানের ভার দেওয়া হয় সিবিআইয়ের ওপর।রেল-সূত্রে জানা গিয়েছে তদন্ত শুরু করে সিবিআই আধিকারিকরা প্রাথমিক ভাবে মনে করেছেন, ইন্টারলকিং-ব্যবস্থার কোনও গোলমালই এই দুর্ঘটনার মূল কারণ। তার জেরেই ওই পাঁচজনকে জেরা করছে সিবিআই। তবে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) রিপোর্ট না জমা পড়া পর্যন্ত সন্দেহভাজন রেলকর্মীরা তাঁদের কাজ চালিয়ে যাবেন বলেই জানাচ্ছে রেল।সিবিআইয়ের নজরে যে রেলকর্মীরা রয়েছেন, তাঁদের মধ্যে চারজনই সিগন্যাল রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত। এঁরা সবাই ২ জুন বাহানাগা বাজার স্টেশনে সিগন্যাল পরীক্ষার দায়িত্বে ছিলেন বলে জানাচ্ছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু ওই চারজন নির্দিষ্ট সময়ের আগেই চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.