করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শুরু CBI তদন্ত, ঘটনাস্থলে তদন্তকারী দল
ODD বাংলা ডেস্ক: ওডিশার রেল দুর্ঘটনায় CBI তদন্তের সুপারিশ করেছিল রেল বোর্ড। এবার তৎপর CBI-ও। ঠিক কী কারণে এই দুর্ঘটনা? তা খতিয়ে দেখার জন্য CBI-এর ১০ সদস্যের টিম বালেশ্বরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখে।মঙ্গলবার ইস্ট কোস্ট রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রিনকেশ রায় জানিয়েছেন , তাঁর কাছে থাকা তথ্য মোতাবেক CBI তদন্ত শুরু হয়ে গিয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই। এদিকে CBI তদন্ত শুরু হওয়া নিয়ে এখনও পর্যন্ত রেলের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।এর আগে কমিশনার অফ রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠক দুর্ঘটনাস্থলে যান এবং কন্ট্রোল রুম, সিগন্যাল রুম, বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনের সিগন্যাল পয়েন্ট তিনি ঘুরে দেখেন। একইসঙ্গে ৩ জুন বালেশ্বরে রেল পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয়।
Post a Comment