ঘন ঘন লোডশেডিংয়ে চরম ক্ষুব্ধ শহরবাসী! সকলের কাছে সাহায্য চাইল CESC
ODD বাংলা ডেস্ক: একে তীব্র গরম, তার উপর ঘন ঘন লোডশেডিংয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় শহরবাসীর। কখনও দিনে, আবার কখনও রাতে ঘুমনোর সময় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট কলকাতাবাসী। এই অবস্থায় কাঠগড়ায় CESC।শুক্রবার রাতে দমদমে ভাঙচুর করা হয় CESC-র গাড়ি।CESC-র বিবৃতি অনুযায়ী, 'আমাদের শহরে অপ্রত্যাশিতভাবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ছে। স্বাভাবিকের তুলনায় অনেকটাই বাড়ছে তাপমাত্রা। বিগত বহু বছর ধরে আমরা সফলভাবে শহরের বিদ্যুতের চাহিদা মেটাতে পেরেছি। ১৬ জুন ২০২৩-র ২৬০৬ মেগাওয়াট বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা আমরা পূরণ করতে পেরেছি।' CESC বিবৃতিতে আরও বলেছে, 'এই পরিস্থিতিতে, আমরা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের মূল্যবান গ্রাহকদের কাছে অনুরোধ করছি তাঁরা যেন তাঁদের এয়ার কন্ডিশনারগুলির ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করেন এবং সিইএসসি অনুমোদিত বিদ্যুতের লোডসীমা বজায় রাখার চেষ্টা করেন। এটা আমাদের ওভারলোডিংয়ের সমস্যা থেকে মুক্তি দিয়ে সঠিকভাবে পরিষেবা দিতে সাহায্য করবে। এই বিষয়ে আমরা আন্তরিকভাবে সকল গ্রাহকের সহযোগিতা চাই।'
Post a Comment