ভয়াল কেউটের সঙ্গে রাত কাটালেন ট্রেন যাত্রীরা, তিস্তা–তোর্সা এক্সপ্রেসে মিলল সাপ
ODD বাংলা ডেস্ক: এবার এক্সপ্রেস ট্রেনে কেউটে আতঙ্ক! গরমের ছুটি অনেক পরিবারই উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন। এবার স্কুল খুলবে তাই ফিরছেন তাঁরা। আর তাই তিস্তা–তোর্সা এক্সপ্রেস ধরে ফিরছিলেন যাত্রীরা। বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে তিস্তা–তোর্সা এক্সপ্রেসে ওঠেন যাত্রীরা। বেশ কিছুক্ষণ পর যখন এক যাত্রী তাঁর লাগেজ রাখতে যাচ্ছিলেন তখন এস–১ কামরার এক নম্বর আসনের তলায় দেখতে পান জ্যান্ত কেউটে সাপকে। তাঁর চিৎকারে বাকি যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রাতারাতি ওই কামরা ফাঁকা হয়ে যায়। ভয়ে সিঁটিয়ে থাকেন যাত্রীরা। শিয়ালদায় এসে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে রেলের বিরুদ্ধে তুমুল ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা।যাত্রীদের চেঁচেমিচিতে বিপাকে পড়ে যান রেলের কর্তারা। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত কন্ট্রোল রুমের মাধ্যমে ট্রেনে কেউটে আতঙ্কের খবর পৌঁছে যায় আলুয়াবাড়ি রোডের আরপিএফের কাছে। তারপর নির্দেশ মতো আরপিএফ ইসলামপুরে সাপ ধরতে অভ্যস্ত সাপুড়ের দ্বারস্থ হন। তিনি তখন আলুয়াবাড়ি স্টেশনে হাজির হন সাপ ধরার যন্ত্র নিয়ে। দ্রুত তিনটি কামরা ফাঁকা করে একঘণ্টার চেষ্টাতেও খুঁজে পাওয়া যায়নি ভয়াল কেউটে সাপকে। আসলে ততক্ষণে ওই সাপ সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
Post a Comment