ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এ ব্যাপক ক্ষয়ক্ষতি গুজরাটে, সতর্ক রাজস্থান

ODD বাংলা ডেস্ক: ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে আঘাত হানার কথা থাকলেও শক্তি কমিয়ে বৃহস্পতিবার রাতে গুজরাটের কচ্ছের মাণ্ডবী ও জাখাউ বন্দর এলাকায় ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। একটা সময় গতিবেগ ছাড়ায় ১৪০ কিলোমিটার। মাঝরাত পর্যন্ত চলল ঝোড়ো হাওয়া, বৃষ্টির তাণ্ডব। লন্ডভন্ড দ্বারকা, সৌরাষ্ট্র, পোরবন্দর, কচ্ছ উপকূল চত্বর।আহমেদাবাদ, গান্ধীনগর-সহ মোদী রাজ্যের সর্বত্রই তীব্র বেগে ঝোড়ো হাওয়া বইছিল এদিন। সকাল থেকেই দানবের মতো ফুঁসছিল মহারাষ্ট্র ও গুজরাট সংলগ্ন আরব সাগর। শেষ খবর পাওয়া পর্যন্ত বিপর্যয়ের প্রভাবে গুজরাটে ২ জনের মৃত্যু হয়েছে। আরও ২২ জন জখম। গুজরাট সরকার জানাচ্ছে, সব মিলিয়ে ৫২৪টি গাছ উপড়েছে ‘বিপর্যয়’। বহু জায়াগায় উপড়েছে বিদ্যুতের খুঁটি, যার জেরে বিদ্যুৎহীন প্রায় ৯৪০টি গ্রাম।আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আছড়ে পড়ার পর একটা সময় ঝড়ের গতিবেগ প্রায় ১৪০ কিলোমিটার পর্যন্ত হলেও, রাত বাড়তেই সেটা ক্রমশ কমতে থাকে। শুক্রবার ভোর পর্যন্ত ঝড়ের প্রভাব অনেকটা কমে যায়। শনিবার এবং রবিবারের মধ্যে বিপর্যয় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং রাজস্থানের দিকে এগোতে পারে। রাজস্থানের বিভিন্ন জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.