ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়, কয়েকঘণ্টার মধ্যেই তাণ্ডবের আশঙ্কা
ODD বাংলা ডেস্ক: আরব সাগরে তেড়েফুঁড়ে উঠেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। শুক্রবার সকালেই অতি শক্তিশালী রূপ নিয়েছে সেটি। সতর্কবার্তা জারি করে এমনটাই জানাল মৌসম ভবন।MD-র অফিসিয়াল বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৫টা নাগাদ গোয়া থেকে এই ঘূর্ণিঝড় প্রায় ৮২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। মুম্বই থেকে ৮৪০ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে, গুজরাটের পোরবন্দ থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে বিপর্যয়।তবে কেবলমাত্র ভারত নয় পাকিস্তানের করাচিতেও তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। যা এই মুহূর্তে ১১৪০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সাইক্লোনটি ব্যাপক প্রভাব বিস্তার করবে। ভারত এবং পাকিস্তান ছাড়াও ওমান ও ইরানেও এই ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টিপাত হবে।ইতিমধ্যেই আরব সাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। বাংলাদেশের তরফে এই সাইক্লোনের নাম রাখা হয়েছে বিপর্যয়।
Post a Comment