গুজরাট উপকূলে কখন আঘাত হানবে ঘূর্ণিঝড়? 'বিপর্যয়'-তে কী কী সতর্কতা?

ODD বাংলা ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই গুজরাট উপকূলে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সৌরাষ্ট্র, কচ্ছ ও সংলগ্ন এলাকার উপর দিয়ে বয়ে যাবে ঝড়। ওই এলাকাগুলিতে 'বিপর্যয়' তাণ্ডবলীলা চালাবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।মৌসম ভবন জানিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ শুরু হবে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। যা চলবে প্রায় চার ঘণ্টা ধরে। এই সময় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। তবে স্থলভাগে ঢোকার পর থেকে ধীরে ধীরে শক্তি হারাবে 'বিপর্যয়'। হাওয়ার বেগে কমে দাঁড়াবে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার।মৌসম ভবন জানিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ শুরু হবে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। যা চলবে প্রায় চার ঘণ্টা ধরে। এই সময় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। তবে স্থলভাগে ঢোকার পর থেকে ধীরে ধীরে শক্তি হারাবে 'বিপর্যয়'। হাওয়ার বেগে কমে দাঁড়াবে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার।প্রসঙ্গত, ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। পাশাপাশি, সৌরাষ্ট্র, কচ্ছ, পোরবন্দর, মোরবি ও রাজকোট-সহ এই রাজ্যের একাধিক জেলায় রাত থেকেই চলবে বৃষ্টি। IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মোট ১১টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বর্ষণের ক্ষেত্রে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.