সেলফ ব্যাগেজ ড্রপ-এ বাঁচবে সময়, দিল্লি বিমানবন্দরে এবার নতুন সুবিধা

ODD বাংলা ডেস্ক: GMR বিমানবন্দর পরিকাঠামো লিমিটেড-এর নেতৃত্বাধীন কন্সর্টিয়াম হল দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করে। মঙ্গলবার ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর এর টার্মিনাল-৩-এ সেলফ-ব্যাগেজ ড্রপ সুবিধা চালু করার কথা ঘোষণা করেছে তারা।এই নতুন উদ্যোগের লক্ষ্য হল ব্যাগেজ ড্রপ-অফ প্রক্রিয়া সহজ করা। সেলফ-ব্যাগেজ ড্রপ একটি সহজ এবং দক্ষ দুই পদক্ষেপ বিশিষ্ট প্রক্রিয়া। প্রথমত, যাত্রীরা সেল্ফ চেক-ইন কিয়স্কে তাদের বোর্ডিং পাস এবং লাগেজ ট্যাগ বানাতে পারে। তারপর লাগেজে তাদের চেক-ইন ট্যাগ করার পরে যাত্রীরা SBD সুবিধায় তাদের বোর্ডিং পাস স্ক্যান করবে। সেখানে তাঁরা ঘোষণা করবেন যে তাদের লাগেজে নিষিদ্ধ অথবা বিপজ্জনক আইটেম নেই। এরপরে তাদের লাগেজ নির্দিষ্ট বেল্টে লোড করবেন।এই কাজ শেষ হলে তাদের লাগেজ স্বয়ংক্রিয়ভাবে বাছাই এলাকায় স্থানান্তরিত হবে এবং পরে বিমানে পৌঁছে যাবে। এই সুবিধাটি ব্যবহার করতে যাত্রীদের আলাদাভাবে নাম নথিভুক্ত করতে হবে না।এই উদ্যোগ যাত্রীদের অপেক্ষার সময় প্রায় ১৫-২০ মিনিট কমিয়ে দেবে এবং বিমানবন্দরের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.