প্রচুর অর্থ উপার্জনের লালসা রয়েছে এই ৪ রাশির, ধন যোগ থাকে কোন চারের ভাগ্যে?

 


ODD বাংলা ডেস্ক: ধনবান হওয়ার স্বপ্ন প্রত্যেকেই দেখেন। কিন্তু সকলের ভাগ্যে লক্ষ্মী লাভ থাকে না। জ্যোতিষ অনুযায়ী গ্রহ দোষের কারণে অনেক সময় পরিশ্রম সত্ত্বেও ব্যক্তি কাঙ্খিত সাফল্য লাভ করতে পারে না। গ্রহ-নক্ষত্রের দশার প্রবল প্রভাব পড়ে ব্যক্তির জীবনে। গ্রহ-নক্ষত্রের পরিস্থিতি দেখে ব্যক্তির ভবিষ্যৎ গণনা করা হয়। যার ভিত্তিতে ব্যক্তির কোষ্ঠীতে বিভিন্ন ধরনের শুভ অশুভ যোগের উল্লেখও পাওয়া যায়। এই প্রতিটি যোগ সেই ব্যক্তির জীবনের ওপর প্রভাব বিস্তার করে। জ্যোতিষ অনুযায়ী যে জাতকের কোষ্ঠীতে ধন যোগ থাকে, তাঁর জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে চান। কী ভাবে এই ধন যোগ তৈরি হয়, আবার কোন কোন রাশির জাতকদের মধ্যে প্রচুর অর্থ উপার্জনের আকাঙ্খা থাকে, তা জেনে নিন এখানে।


অধিক অর্থ উপার্জনের আকাঙ্খা থাকে কোন রাশির জাতকদের মধ্যে?


জ্যোতিষ অনুযায়ী শুক্র, মঙ্গল, চন্দ্র ও সূর্য রাশির জাতকদের মধ্যে অর্থ উপার্জনের প্রবল ইচ্ছা থাকে। এই গ্রহগুলিকে অত্যন্ত শুভ মনে করা হয়। কোনও জাতকের কোষ্ঠীতে এই গ্রহের পরিস্থিতি শুভ হলে তাঁরা জীবনে মান-সম্মান, পদ-প্রতিষ্ঠা ও সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে। ধন লাভের প্রবল সম্ভাবনা থাকে এই জাতকদের মধ্যে। এই চার গ্রহের আধিপত্য যুক্ত চার রাশি হল শুক্রের রাশি বৃষ, মঙ্গলের রাশি বৃশ্চিক, সূর্যের রাশি সিংহ ও চাঁদের রাশি কর্কট। অর্থাৎ বৃষ, বৃশ্চিক, সিংহ ও কর্কট রাশির জাতকদের মধ্যে প্রচুর অর্থ উপার্জনের প্রবল লালসা বর্তমান। ধন ও বৈভবকে অত্যন্ত গুরুত্ব প্রদান করেন এই রাশির জাতক। বিলাসবহুল জীবনযাপনকে গুরুত্ব দেন এঁরা।


কোষ্ঠীতে ধন স্থান


জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোষ্ঠীতে ধন স্থান থাকলে ব্যক্তি জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে। পাশাপাশি তাঁরা ধন লাভ করতে পারেন। জন্মছকের দ্বিতীয় ও অষ্টম স্থানকে ধন স্থান বলা হয়। এই দুই কক্ষের অধিপতি বৃষ ও বৃশ্চিক। এ ছাড়াও নবম, একাদশ ও দ্বাদশ স্থানকে ভাগ্য স্থান হিসেবে চিহ্নিত করা হয়। ব্যক্তি নিজের জীবনে কত অর্থ উপার্জন করতে পারবে, তা এর দ্বারাই বিচার করা যায়।


কোষ্ঠীতে কী ভাবে ধন যোগ তৈরি হয়


জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রতিটি ব্যক্তির কোষ্ঠীতে ধন স্থান পৃথত পৃথক হয়। আপনার কোষ্ঠীতে ধন স্থান আছে কি না এবং কী ভাবে সেই অর্থ উপার্জন করবেন, তা জেনে নিন এখানে।


১. কোষ্ঠীর সপ্তম কক্ষে শনি বা মঙ্গল এবং এর পাশাপাশি একাদশ স্থানে শনি বা রাহু উপস্থিত থাকলে, সেই জাতক অনৈতিক কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে।


২. কোষ্ঠীতে চন্দ্র ও মঙ্গল এক সঙ্গে কোনও কক্ষে বিরাজ করলে তাঁকে চন্দ্র-মঙ্গল যোগ বলা হয়। একে ধন যোগের স্থান মনে করা হয়।


৩. কোষ্ঠীর দশম বা একাদশে বৃহস্পতি, পঞ্চমে সূর্য ও মঙ্গল থাকলে জাতক প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে।


৪. কোনও জাতকের কোষ্ঠীতে মঙ্গল শুক্রের সঙ্গে যুগ্মে অবস্থান করলে সেই জাতক স্ত্রী পক্ষের তরফে ধন লাভ করে থাকে।


৫. কোনও জাতকের কোষ্ঠীতে মঙ্গল ও বৃহস্পতির যুতি হলে ধন লাভের সম্ভাবনা থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.