ইঞ্জিন ছাড়াই রওনা দিল মালগাড়ি, বালেশ্বরের পর আতঙ্কে ধূপগুড়ি

ODD বাংলা ডেস্ক: বালেশ্বরের রেল দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। ইতিমধ্যেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় রেল বোর্ড সিবিআই তদন্তের সুপারিশ করেছে। এখন বহু দেহ চিহ্নিত না হওয়ায় সেসব লাশকাটা ঘরে পড়ে আছে। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে আবার অঘটনের অশনি সংকেত দেখা দিল। এবার মালবাহী ট্রেনের ইঞ্জিন ছাড়াই রওনা দিল মালগাড়ি। সেটা আবার খোদ বাংলায়। এখন এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে গিয়েছে বাংলার মাটি। কেমন করে ঘটল?‌ কোথায় গাফিলতি?‌ এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, মালগাড়ি ইঞ্জিন ছাড়াই রওনা দিলে বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। ধূপগুড়ি ব্লকের আলতাগ্রাম স্টেশনে মালগাড়ির এমন কাণ্ডে শিউরে ওঠেন মানুষজন। সবার চোখে ভেসে ওঠে দু’‌দিন আগের করমণ্ডল এক্সপ্রেসের বীভৎসতা। কারণ রবিবার দিন একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন তার শেষের গার্ড এবং একটি বগি ছেড়েই ছুটতে শুরু করে। আর তাতেই কেঁপে ওঠে সাধারণ মানুষের হৃদয়। এই ঘটনায় ওই ট্রেন এবং রেল দফতর তোলপাড় হয়ে যায়। দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হলেও টেনশন চরমে উঠেছিল বলেই খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.