ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়, ধেয়ে আসছে 'বিপর্যয়'-'তেজ'?


ODD বাংলা ডেস্ক: নতুন করে জোড়া ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ। বঙ্গোপসাগর এবং আরব সাগরে ৮ জুন থেকে ১০ জুনের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদদের একাংশ।যদিও এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফে কোনও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়নি। আগামী ৪ তারিখ এই সম্পর্কিত স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। মৌসম ভবন সূত্রে খবর, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফে এই তথ্যের প্রেক্ষিতে নির্দিষ্ট কোনও বার্তা দেওয়া হয়নি।  ৮ থেকে ১০ তারিখের মধ্যে বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। উত্তর আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৮-৯ জুনের মধ্যে নিম্নচাপটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর নাম হতে পারে 'বিপর্যয়', যা নামকরণ করেছে বাংলাদেশ। তবে তা কোন অভিমুখে যাবে এবং কোন কোন এলাকার উপর প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.