প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই চার বার কেঁপে উঠল উপত্যকা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৩

ODD বাংলা ডেস্ক: ২৪ ঘণ্টাও পেরোয়নি, তার মধ্যেই চার বার কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। প্রথম ভূমিকম্পটি হয় মঙ্গলবার দুপুরে। দুপুর ১টা ৩৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪। তার পর মঙ্গলবার মাঝরাতে ২টো ২০ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল জম্মু ও কাশ্মীরের কাটরায়। বুধবার সকালেও পর পর দু’বার ভূমিকম্প হয় জম্মু ও কাশ্মীরে।বুধবার সকাল ৭টা ৫৬ মিনিট নাগাদ আবার কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৩.৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আধ ঘণ্টার বিরতির মধ্যেই চতুর্থ কম্পন হয়। সকাল ৮টা ২৯ মিনিটে আবার ভূমিকম্প হয় জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৩.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল কিশতওয়ারের ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.