ED দফতরে হাজির হবেন অভিষেক-পত্নী? 'কঠিন' প্রশ্নের মুখে পড়তে পারেন রুজিরা
ODD বাংলা ডেস্ক: কয়লা পাচারকাণ্ডে বৃহস্পতিবার অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আজ সকাল ১১টায় তাঁকে সল্টলেকের সিজিও কম্পলেক্সে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। কয়লাকাণ্ডে আগেও একাধিকবার ইডি তলবের মুখে পড়েছেন রুজিরা। কিন্তু এবারের ইডি তলব বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে বলে করেছে সংশ্লিষ্ট মহল। নিয়োগ দুর্নীতিতে যখন তৃণমূলের একাধিক নেতা- বিধায়ককে গ্রেফতার করেছে ইডি-সিবিআইয়ের মতো সংস্থা, তখন শীর্ষ তৃণমূল নেতার স্ত্রীয়ের ইডি তলব নিয়ে তুঙ্গে চর্চা।আজ রুজিরা ইডি দফতরে হাজিরা দেন কি না, সেই প্রশ্নই রয়েছে অনেকের মনে। রুজিরাকে আগেও একাধিকবার দিল্লির ইডি দফতরে তলব করা হলেও তিনি তা এড়িয়ে যান। পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কয়লাকাণ্ডে রুজিরাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। ইডির তলব পেয়ে আগে একবার সিজিওতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রুজিরা। অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইও। রুজিরা এদিন ইডির মুখোমুখি হন কি না, সেদিকেও নজর থাকবে।
Post a Comment